কোটা সংস্কার আন্দোলন সহিংসতার অভিযোগে গ্রেফতার সাতক্ষীরার দুই শিক্ষার্থীকে কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড।
Advertisement
আদালতের আদেশে তাদের এ অনুমতি দেওয়া হয় বলে শুক্রবার নিশ্চিত করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
দুই পরীক্ষার্থী হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ফাহিম পারভেজ রনি এবং কালীগঞ্জ উপজেলার নলতা এলাকার জাহিদ হোসেন। তাদের উভয়ের পরীক্ষা কেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজ।
এর আগে বুধবার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা জেলা কারাগারে আটক দুজন পরীক্ষার্থীকে কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হলো। সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র ইত্যাদি সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো।
Advertisement
এর আগে পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাতজনকে দুদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো সাতজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইচএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, সদর উপজেলার শাহরুখজ্জামান, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মঈনুল ইসলাম, দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহীম হোসেন, একই উপজেলার জগন্নাথপুর গ্রামের দুই এইসএসসি পরীক্ষার্থী ফাহিম পারভেজ রনি এবং জাহিদ হোসেন।
মামলায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনে পুলিশ।
মিলন রহমান/জেডএইচ/জিকেএস
Advertisement