ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ফলে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে প্রবেশ করতে পারিনি।
Advertisement
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাজিন ও যোবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা ফেনী শহরের ভেতরের বাজার থেকে খাজা আহাম্মদ সড়ক হয়ে ট্রাংক রোডে উঠতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে খাজা আহাম্মদ সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সেখানে সমাবেশ শুরু করে বক্তব্য দেন। প্রায় আধাঘণ্টা চেষ্টার পরও পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ট্রাংক রোডে উঠতে না দেওয়ায় বৃষ্টির কারণে পিছু হটেন শিক্ষার্থীরা। তবে আন্দোলনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, শিক্ষার্থীরা সন্ধ্যার পর মোমবাতি জ্বালিয়ে ফেনী শহরের প্রধান সড়কে উঠতে চাইলে আমরা তাদের বুঝিয়ে বললে তারা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে। তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ।
Advertisement
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস