টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। লম্বা ছুটি শেষ করে ফের ঢাকায় ফিরেছেন এই লঙ্কান কোচ।
Advertisement
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরেন হাথুরুসিংহে। রাত সাড়ে ১০টার কয়েক মিনিট পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে রাজধানীতে এসে পা রাখেন তিনি।
হাথুরুসিংহে একাই নন। সঙ্গে ট্রেনার নিক লিও রাজধানীতে এসে পৌঁছেছেন বৃহস্পতিবার রাতেই। অবশ্য নিক লি যখন ঢাকায় পা রাখেন, ঘড়ির কাটা ঘুরে তখন ২ আগস্ট (শুক্রবার) হয়ে গেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় (শুক্রবার প্রথম প্রহরে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। এদিকে বাংলাদেশের কোচিং স্টাফের দুই অন্যতম সদস্য স্পিন কোচ মোশতাক আহমেদ ও প্রধান সহকারী কোচ নিক পোথাসও আগামী ২৪ ঘন্টার মধ্যে এসে যাবেন।
কেউ কেউ বাংলাদেশের স্পিনারদের নিয়ে মোশতাকের কাজ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে যতদূর জানা গেছে, আজ শুক্রবার রাতেই বাংলাদেশে পা রাখবেন মোশতাক। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নিক পোথাস এসে পৌছাবেন আগামীকাল শনিবার (৩ আগস্ট)। শনিবার শেরে বাংলায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলনের শেষ ধাপ। জানা গেছে, বর্তমানে কানাডার গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম আগস্টের ১০-১২ তারিখ নাগাদ দেশে ফিরে অল্প কয়েকদিন টেস্ট দলের সঙ্গে অনুশীলন করবেন।
Advertisement
এর মধ্যে পেসার শরিফুলের ছুটি শেষ হয়ে যাচ্ছে আগামী ৮ আগস্ট। তাকে ৮ আগস্ট পর্যন্ত এনওসি (ছাড়পত্র) দেওয়া আছে। ধারণা করা হচ্ছে, ৯-১০ আগস্টের মধ্যেই শেরে বাংলায় অনুশীলনে দেখা যাবে শরিফুলকে।
অন্যদিকে শীর্ষ তারকা সাকিবের এনওসি (ছাড়পত্র) আছে ১২ আগস্ট অবধি। ১৬ আগস্ট টেস্ট দল পাকিস্তান যাওয়ার আগে ১৩-১৪ তারিখ নাগাদ হয়তো সাকিবও দেশে ফিরে অনুশীলন করবেন।
এদিকে টেস্ট দলের ৪ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু সহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগে ভাগেই পাকিস্তান চলে যাবেন।
এই ৪ ক্রিকেটার আপাতত আর জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করবেন না। আগামী ৪ ও ৫ আগস্ট শেরে বাংলায় ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করে ৬ আগস্ট ওই বহরেই পাকিস্তান সফরে যাবেন তারা। পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা।ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট, ইসলামাবাদে।
Advertisement
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। জাতীয় দল সেখানে পৌঁছাবে আগামী ১৬ আগস্ট।
এআরবি/এমএইচ/জিকেএস