ভারতে দুইশোটিরও বেশি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে। ‘র্যানসমওয়্যার’ নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে বুধবার (৩১ জুলাই) রাতে এ হামলা চালানো হয়। এতে আঞ্চলিক ও সমবায় ভিত্তিক ছোট ব্যাংকগুলোর লেনদেন প্রক্রিয়া বিঘ্নিত হয়।
Advertisement
মূলত ক্ষুদ্র এই ব্যাংকগুলোতে সি-এজ প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়া হয়। র্যানসমওয়্যারের মাধ্যমে সেই প্রযুক্তিটির ওপর হামলা চালানো হয়েছে। এতে ব্যাংকগুলোর সেবাদান কার্যক্রম ব্যাহত হয়।
হামলার বিষয়টি ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এক বিবৃতিতে নিশ্চিত করলেও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ বিষয়ে এখনো কিছু জানায়নি।
বিবৃতিতে এনপিসিআই জানিয়েছে, সি-এজ প্রযুক্তি ব্যবহার করা ব্যাংকগুলোর গ্রাহকদের সাময়িকভাবে অর্থ লেনদেন ব্যাহত হবে। কারণ, হামলার শিকার ব্যাংকগুলো লেনদেনের নেটওয়ার্ক পরিষেবা থেকে বিচ্ছিন্ন রয়েছে।
Advertisement
সূত্র বলছে, সংখ্যায় অনেকটা বেশি হলেও নেটওয়ার্ক বিচ্ছিন্ন ক্ষুদ্র এই ব্যাংকগুলোর মাধ্যমে মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ হয়ে থাকে। ফলে এ হামলা অর্থপ্রবাহ বা ব্যবসায় তেমন প্রভাব ফেলতে পারবে না।
এদিকে, পুরো ব্যবস্থাটি সচল করতে জোর গতিতে কাজ চলছে। নিরাপত্তা পর্যালোচনার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে। তবে এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর লেনদেন স্বাভাবিক করাতেই বেশি মনোযোগ সংশ্লিষ্টদের। হামলার ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে একজন অডিটর নিয়োগ করা হয়েছে- বলছে এনপিসিআই।
এমকেআর
Advertisement