খেলাধুলা

মারুফুল হকের অধীনে বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের প্রস্তুতি শুরু

মারুফুল হকের অধীনে বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের প্রস্তুতি শুরু

দুটি বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের জন্য দেশের সিনিয়র কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের।

Advertisement

আগামী ১৮ থেকে ২৮ আগস্ট নেপালের কাঠমান্ডুতে হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এবং ২১ থেকে ২৯ সেপ্টেম্বর ভিয়েতনামে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব।

দুটি টুর্নামেন্টের জন্য ৩৪ ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে। ৩০ জুলাই থেকে এই ক্যাম্প চলছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। এই গ্রুপে পাকিস্তান থাকলেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। 'বি' গ্রুপের ৩ দল হচ্ছে ভারত, মালদ্বীপ ও ভুটান।

Advertisement

ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে আছে সিরিয়া, ভুটান, গুয়াম ও স্বাগতিক ভিয়েতনাম। বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে।

ক্যাম্পের ৩৪ ফুটবলার

গোলরক্ষক: মেহেদি হাসান শ্রাবণ, মো. আসিফ, সোহানুর রহমান, ইসমাইল হোসেন মাহিন।

রক্ষণভাগ: ইমরান খান, আজিজুল হক অনন্ত, ইনসান হোসেন, গোলাম রাব্বি, শাকিল আহাদ তপু, কামাচাল মারমা, রাজিব হোসেন, রুস্তম ইসলাম, রাতুল, রাকিব হোসেন, সিরাজুল ইসলাম রানা, পারভেজ আহমেদ।

মধ্যমাঠ: মজিবুর রহমান জনি, চন্দন রায়, আসাদুল মোল্লা, আকমল হোসেন নয়ন, আরিয়ান, রাজু আহমেদ জিসান, মহসিন আহমেদ, রহমত উল্লাহ জিসান, আশরাফুল হক আসিফ, মো. আলমগীর, আসাদুল ইসলাম সাকিব, ইফতিয়ার হোসেন।

Advertisement

আক্রমণভাগ: রাব্বি হোসেন রাহুল, মঈনুল ইসলাম মঈন, মিরাজুল ইসলাম, পিয়াশ আহমেদ নোভা, ইফতেসাম রহমান জিদান, নাজিম উদ্দিন।

আরআই/এমএমআর/এএসএম