ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ছিটকে পড়েছিলেন দলের দুই সেরা পেসার দুশমন্ত চামিরা আর নুয়ান থুসারা। তাদের ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা।
Advertisement
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও অনেকটা তেমনই ধাক্কা। ছিটকে গেলেন দুই গুরুত্বপূর্ণ পেসার মাথিসা পাথিরানা আর দিলশান মাদুশঙ্কা। পাথিরানার কাঁধে এবং মাদুশঙ্কার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে।
জোড়া ধাক্কা খেয়ে শ্রীলঙ্কাকে বাধ্য হয়ে বেছে নিতে হচ্ছে অনভিষিক্ত পেসার মোহামেদ সিরাজকে। লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকইনফো'কে নিশ্চিত করেছেন এই খবর।
এরপর শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, আরও একজন অনভিষিক্ত পেসারকে দলে নিচ্ছে তারা। তার নাম এশান মালিঙ্কা।
Advertisement
এদিকে তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে-ব্যাটার কুশল পেরেরা, পেসার প্রমোদ মাদুশান এবং স্পিনার জেফে ভেন্ডারসে।
আগামীকাল ২ আগস্ট কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলঙ্কা এবং ভারত। পরের দুই ওয়ানডে একই ভেন্যুতে ৪ এবং ৭ আগস্ট।
এমএমআর/জিকেএস
Advertisement