ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শহরের চকবাজার এলাকার ওই কার্যালয়ে অভিযান শুরু হয়। এসময় ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বইসহ নানা সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
Advertisement
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, বুধবার দিবাগত রাতে তাকবির নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, কার্যালয়কে পুলিশের পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে। এ অভিযানে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বইসহ নানা সরঞ্জামাদি জব্দ করা হয়। আমরা বিষয়টি দ্রুতই আইনের আওতায় আনবো।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সালাউদ্দিন আহমেদ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
এন কে বি নয়ন/এএইচ/এইচআর/জিকেএস/এএসএম