তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রাম,মেসেঞ্জারে মেসেজ পিন করবেন যেভাবে

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক। অবসর সময়ে ইনস্টাগ্রাম, ফেসবুকে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। আপনার যা কিছু বা যাদের পছন্দ তাদের সার্চ করছেন। কেনাকাটা করছেন এই প্ল্যাটফর্ম থেকে নিয়মিত।

Advertisement

এছাড়া বন্ধুদের সঙ্গে চ্যাট করার অন্যতম মাধ্যম এ দুটি প্ল্যাটফর্ম। মেটার মালিকানাধীন আরেক মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মতো এখন ইনস্টাগ্রাম, মেসেঞ্জারেও মেসেজ পিন করতে পারবেন।

দেখে নিন কীভাবে মেসেঞ্জারে মেসেজ পিন করবেন- আরও পড়ুনআপনার ইনস্টাগ্রাম পোস্ট কে দেখবে ঠিক করুন নিজেই

>> প্রথমে আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।>> যে মেসেজটি পিন করতে চান, তা খুঁজে বের করুন।>> এবার মেসেজটি বা চ্যাটটি ওপেন করুন।>> ইউজারের নামের উপর ক্লিক করুন।>> এবার এখানে ভিউড পিন মেসেজ অপশন পাবেন, ক্লিক করে দিন।

ইনস্টাগ্রামে যেভাবে কাজটি করবেন-

>> প্রথমেই আপনার ফোনের ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন।>> এবার মেসেজ অপশনে গিয়ে যে চ্যাটটি পিন করতে চাইছেন খুঁজে বের করুন।>> এবার ওই চ্যাটের উপর লং প্রেস করুন>> সেখানে পিন অপশন পাবেন, ক্লিক করুন।

Advertisement

আরও পড়ুনইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবেইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াবেন যেভাবে

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/জেআইএম