আন্তর্জাতিক

হৃদয় ভেঙ্গে গেছে আল কায়েদারও

বিশ্বের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে আল-কায়েদা, তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) সবচেয়ে আলোচিত এবং এদের কার্যক্রম বেশি। এসব সংগঠনের হাতে বিভিন্ন সময় নিরাপরাধ মানুষ হত্যার খবর জানা যায়।কিন্তু পাকিস্তানের পেশোয়ারের স্কুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) তালেবানের হাতে ১৩২ শিশুসহ ১৪৯ জন নিহত হওয়ায় হৃদয় ভেঙ্গে গেছে আল কায়েদারও!আল-কায়েদার দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের মুখপাত্র ওসামা মেহমুদ রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, স্কুলে শিশু শিক্ষার্থীদের হত্যার ঘটনায় ব্যাথায় আমাদের বুক ফেটে যাচ্ছে। তিনি কেবল নিরাপত্তা বাহিনীর প্রতি লক্ষ্য করে হামলা চালানোর কথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, এটা নিয়ে সন্দেহ নেই যে পাকিস্তান সেনবাহিনী তার অপরাধের সীমা অতিক্রম করেছে। সেনাবাহিনী মুসলিমদের গণহত্যায় নেমেছে এবং যুক্তরাষ্ট্রের দাসত্ব করছে। কিন্তু তাই বলে আমরা নির্যাতিত মুসলমানদের হত্যা করে এর প্রতিশোধ নিতে পারিনা। গত সেপ্টেম্বরে আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারে জিহাদি কার্যক্রম বাড়াতে দক্ষিণ এশিয়া চ্যাপ্টার খোলার কথা ঘোষণা করেন। সূত্র : এনডিটি

Advertisement