দেশজুড়ে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে চার সন্তানের জননী স্ত্রী মুন্নুজান আরা ফেন্সীকে (৪২) হত্যার দায়ে স্বামী জহুরুল ইসলামকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (৩১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জহুরুল ইসলাম জেলার আদিতমারী উপজেলার টেপা পলাশী গ্রামের জমসেদ আলীর ছেলে। তাদের ২৬ বছরের সংসারে চার সন্তান রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৬ জুন সকালে জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতি গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে জহুরুল নলকূপের লোহার হাতল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। ওইদিনই বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নুজান মারা যান।

Advertisement

এ ঘটনায় ওই রাতেই নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

লালমনিরহাট পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

রবিউল হাসান/এমকেআর

Advertisement