ক্যাম্পাস

শিক্ষার্থী হত্যা-গ্রেফতারের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষার্থী হত্যা-গ্রেফতারের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষার্থী হত্যা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন-র্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (৩১ জুলাই) বেলা১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

সমন্বয়ক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। মানববন্ধন সঞ্চালনা করেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক।

মানববন্ধনে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারী বলেন, শুধু শিক্ষার্থী নয় সাধারণ মানুষ ও শ্রমজীবীদের ওপরও গুলি চালানো হয়েছে। যারা কিনা পরিবারের প্রয়োজনে বাইরে বের হয়েছিলেন। এতে করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা করা হয়েছে।

প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, দেরিতে হলেও আমরা সংহতি জানাতে পেরেছি। চলমান নিপীড়নের প্রতিবাদে সরব হতে শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে। পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রতিবাদ চলমান থাকবে।

Advertisement

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নাল আবেদীন সিদ্দিকী ও অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বশর।

এছাড়া বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একই দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগের গোলাম হোসেন হাবীব, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুনমুন নেছা চৌধুরীসহ প্রায় ১১জন শিক্ষক উপস্থিত ছিলেন।

আহমেদ জুনাইদ/আরএইচ/এএসএম

Advertisement