বাংলাদেশ বিমানবাহিনীর ১২৬তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
Advertisement
বুধবার (৩১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এই কোর্সে বংলাদেশ বিমানবাহিনীর ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্রবাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে।
প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার কাজী শামীম হাসানকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করেন।
Advertisement
অনুষ্ঠানে বিমান সদরসহ অত্র ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
টিটি/এমএইচআর/এমএস