দেশজুড়ে

বাকৃবিতে শিক্ষকদের মৌন মিছিল

শিক্ষার্থীদের ওপর জুলুম-নির্যাতনের প্রতিবাদে মৌন মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অর্ধশতাধিক শিক্ষক।

Advertisement

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোর থেকে মিছিলটি শুরু হয়। পরে তারা বাকৃবির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মৌন মিছিলে বাকৃবির অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এসময় মার্চ ফর জাস্টিস, গণগ্রেফতার বন্ধ করা, স্টুডেন্টস ব্লাড ম্যাটারসহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন শিক্ষকরা। অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ দেশব্যাপী সংঘটিত সব সহিংসতার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন তারা।

এসময় উপস্থিত শিক্ষকরা জানান, বিবেকের তাড়নায় আজ আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। আর একটি শিক্ষার্থীর প্রাণ যাতে না ঝরে সেটাই আমাদের কামনা।

Advertisement

মিছিল শেষে কোটা আন্দোলনে অংশ নেওয়া নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস