আইন-আদালত

‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ, বিজিবি মোতায়েন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ডাকা কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকার নিম্ন আদালতের আইনজীবীরা। আইনজীবী ও নির্যাতিত পরিবারের সদস্যদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

Advertisement

বুধবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার নিম্ন আদালতে এ বিক্ষোভ করেন আইনজীবীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন হাইকোর্টের সামনে আন্দোলনে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল চট্টগ্রাম আদালত 

বিএনপি ও জামায়াতপন্থি অর্ধশতাধিক আইনজীবী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানান। এ সময় তারা সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে কোর্ট হাউজ স্ট্রিট হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে থেকে পুনরায় ঢাকা আইনজীবী সমিতিতে গিয়ে শেষ হয়।

Advertisement

জেএ/কেএসআর/জিকেএস