তথ্যপ্রযুক্তি

ফেসবুকে আগ্রহ হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের তরুণরা

যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহার কমছে। অন্য সামাজিক যোগাযোগ সাইটের প্রতি ঝুঁকে পড়ার কারণে দেশটির ১৩ থেকে ১৭ বছর বয়সী তরুণদের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা কমছে। তবে ফেসবুকের প্রতি আসক্তি কমার এ প্রবণতা শুধু তরুণ নয় অন্য বয়সের ব্যবহারকারীদের মধ্যেও রয়েছে।বাজার জরিপকারী প্রতিষ্ঠান ফ্রাঙ্ক এন ম্যাগিড অ্যাসোসিয়েটস পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করেন এমন ১ হাজার ৯৩৪ জনের ওপর জরিপ চালিয়ে এমন তথ্য দিয়েছে তারা।জরিপ ফলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ১৩ থেকে ১৭ বছর বয়সী তরুণদের মধ্যে এ বছর ফেসবুক ব্যবহারের প্রবনতা কমেছে ৬ শতাংশ। গত বছর এ ধরনের এক জরিপে অংশ নেওয়া তরুণদের ৯৪ শতাংশ ফেসবুক ব্যবহার করেন বলে জানিয়েছিলেন। এ বছর জরিপে অংশ নেওয়া তরুণদের ৮৮ শতাংশ ফেসবুক ব্যবহারের কথা জানিয়েছেন। ২০১২ সালে এ হার ছিল ৯৫ শতাংশ। এছাড়া জরিপে অংশ নেওয়া সব বয়সের মোট উত্তরদাতার ৯০ শতাংশ ফেসবুক ব্যবহার করেন বলে জানান। দুই বছর ধরে এ হার ছিল ৯৩ শতাংশ। সেই হিসেবে তরুণ ছাড়া অন্য বয়সের ব্যবহারকারীর মধ্যেও ফেসবুক ব্যবহারের হার কমেছে বলা যায়। অ্যাপলের আইম্যাসেজ, হোয়াটসআপ, গুগলের হ্যাংআউট এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক তরুণদের মধ্যে জনপ্রিয় হওয়ায় ফেসবুক ব্যবহারে তাদের আগ্রহ কমছে বলে ধারণা জপিকারীদের। সূত্র : খালিজ টাইমস

Advertisement