ক্যাম্পাস

কোটা সংস্কার আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বুধবার (৩১ জুলাই) দেশের সব অফিস-আদালত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজপথে এই কর্মসূচি পালন করা হবে।

Advertisement

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরেছে। 

আরও পড়ুন: 

Advertisement

দুই ঈদে বাড়ি আসেনি, লাশ হয়ে ফিরলো মায়ের কাছে রাস্তায় বেরোতেই হঠাৎ কী যেন এসে পেটে লাগে, হাত দিয়ে দেখি রক্ত কোটা আন্দোলনে নিহত বেশি যাত্রাবাড়ীতে, ১৩ জনের বয়স ১০-১৮

কর্মসূচি ঘোষণা করে আব্দুল হান্নান মাসউদ বলেন, এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এবং ৯ দফা দাবি আদায়ে দেশের সব অফিস-আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

এমএইচএ/জেডএইচ/