লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাইফ মোহাম্মদ আলী (২০) নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এসময় সন্তানকে থানায় না নিতে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন বাবা শামসুল আলম মামুন (৫২)। একপর্যায়ে অচেতন হয়ে মারা যান তিনি।
Advertisement
সোমবার (২৯ জুলাই) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকায় এমনই ঘটনা ঘটেছে।
পরে অবশ্য সাইফকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। তবে বাবার জানাজায় অংশ নিতে তাকে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন আদালত।
শামসুল আলম লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার কালু হাজি সড়কের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী ছিলেন। গ্রেফতার সাইফ চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।
Advertisement
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সাইফ। সোমবার (২৯ জুলাই) রাতে তাকে আটক করতে পুলিশ তার বাসায় অভিযান চালায়। ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। পরে তাকে আটক করে পুলিশ। এসময় ছেলে না নিতে তার বাবা শামসুল আলম বাধা দেন। ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা আছে কি না তাও জানায় পুলিশ। একপর্যায়ে ছেলেকে নিয়ে যাওয়ার সময় মারা যান শামসুল আলম।
পুলিশ ও আদালত সূত্র জানায়, পুলিশের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাইফকে আদালতে পাঠানো হয়। এসময় তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান বিষয়টি আমলে নেন। পরে বাবার জানাজায় অংশ নিতে সিনিয়র আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামসুল আলমের জিম্মায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন।
আসামির আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন, সাইফ মোহাম্মদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। কোনো মামলা ছাড়াই পুলিশ তাকে আটক করে। পরে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়। আটকের বিষয়টি তার বাবা সহ্য করতে পারেননি। আতঙ্কিত হয়ে তিনি মারা যান। ঘটনাটি উপস্থাপন করে আমরা আদালতে মক্কেলের জামিন চেয়েছিলাম। আদালত তাকে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি দেন।
গ্রেফতার সাইফ মোহাম্মদের মা তাহমিনা আক্তার নাসরিন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে রাজনীতি করে না। তার নামে কোনো মামলাও ছিল না। পুলিশ জোর করে তাকে তুলে নিয়ে যায়। তা সহ্য করতে না পেরে আমার স্বামী মারা গেছেন।’
Advertisement
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় সাইফ মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। তার বাবার মৃত্যুর বিষয়টি সকালে শুনেছি। একই ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
কাজল কায়েস/এসআর/এএসএম