খেলাধুলা

দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনার সামনে নতুন ইউক্রেন

প্যারিস অলিম্পিক গেমস পুরুষ ফুটবলের ‘বি’ গ্রুপের চার দলের ভাগ্যই ঝুলে আছে মিহি সুতোয়। আর্জেন্টিনা, ইউক্রেন, মরক্কো এবং ইরাক- চার দলের ঝুলিতেই দুই ম্যাচ শেষে ৩টি করে পয়েন্ট করে।

Advertisement

শেষ ম্যাচে ভাগ্য খুলবে ২ দলের। বিদায় নেবে দুই দল। নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারা কোয়ার্টারে উঠবে, কারা বিদায় নেবে? এমন সম্ভাবনা ও অনিশ্চয়তার সামনে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকের স্বর্ণজয়ী আর্জেন্টিনাও।

বিশ্বকাপ জয়ের পর কোপা জিতেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে অলিম্পিক জিতে নিজেদের নতুন উচ্চতায় তোলার সুযোগ; কিন্তু প্রথম ম্যাচে মহা নাটকের পর মরক্কোর কাছে হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল বিশ্বকাপ জয়ীদের। দ্বিতীয় ম্যাচে ইরাককে সহজে হারিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সদ্য কোপাজয়ী দলটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে প্রথমবার অলিম্পিক গেমস ফুটবলে খেলতে আসা ইউক্রেনের বিপক্ষে। সম্ভাবনার সামনে দুই দলই। তাই এ ম্যাচের দিকে নজর ফুটবলামোদীরে। একই সমীকরণ মরক্কো ও ইরাকের অন্য ম্যাচেও। তবে সবার চোখ আর্জেন্টিনার ম্যাচেই বেশি।

Advertisement

ইরাকের বিপক্ষে হার দিয়ে অলিম্পিক ফুটবলে অভিষেক হয়েছিল ইউক্রেনের। তবে দ্বিতীয় ম্যাচেই তারা ঘুরে দাঁড়ায় মরক্কোকে হারিয়ে। যে মরক্কো চমক দেখিয়েছিল আর্জেন্টিনাকে হারিয়ে সেই দলটির বিপক্ষে ২-১ গোলে জিতে অভিষেক আসরেই নকআউট পর্বে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। এবার তারা আর্জেন্টিনাকে হারিয়ে মহাচমক দেখাতে পারলে নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

মরক্কোর বিপক্ষে নাটকীয় জয়ই ছিল ইউক্রেনের। ২২ মিনিটে লিড নিয়েছিল ইউক্রেন, ৬৪ মিনিটে পেনাল্টি গোলেই সমতায় ফিরেছিল মরক্কো। ম্যাচ ইনজুরি সময়ে গড়ালে ধরেই নেওয়া হয়েছিল পয়েন্ট ভাগ হয়ে যাচ্ছে। তবে ইনজুরি সময়ের ৮ম মিনিটে গোল করে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইউক্রেন।

প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে খেলতে আসা ই্উক্রেনের কোচ রুসলান রোটান আশা করছেন, তারা ইতিহাস গড়তে পারবেন। ‘আমরা মরক্কোর বিপক্ষে যেখানে ম্যাচটা শেষ করেছিলাম, আর্জেন্টিনার বিপক্ষে সেখান থেবেই শুরু করতে চাই। আশা করি, আমাদের সাফল্যের ধারা অব্যাহত থাকবে’- বলেছেন ইউক্রেনের কোচ।

আরআই/আইএইচএস/

Advertisement