দেশজুড়ে

সাতক্ষীরায় দুই দিনের রিমান্ডে ১২ শিক্ষার্থী

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

সোমবার (২৯ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪ জন শিক্ষার্থীর রিমান্ড নামঞ্জুর করেন একই আদালত। তবে তাদের বিষয়ে আজ মঙ্গলবার শিশু আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটক ১৬ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Advertisement

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ আদালতে আটক ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। এ সময় অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অর্ধশতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।

আহসানুর রহমান রাজীব/এফএ/জেআইএম