দেশজুড়ে

খুলনায় মঙ্গলবার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল 

খুলনায় মঙ্গলবার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল 

খুলনায় জারি করা কারফিউ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল থাকবে। এরপর এদিন রাত ১০টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ।

Advertisement

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরি মানবিক প্রয়োজন ও পরিষেবাসমূহ কারফিউয়ের আওতামুক্ত থাকবে।

এ আদেশ লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে নির্ধারিত আইনে প্রয়োগযোগ্য শাস্তি প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

আলমগীর হান্নান/জেডএইচ/