একুশে বইমেলা

অনুপ্রাণনের কবি ও কবিতার প্রথম পর্ব প্রকাশ

প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণনের ত্রয়োদশ বর্ষ প্রথম সংখ্যা, সাম্প্রতিকের কবি ও কবিতা সংখ্যা প্রথম পর্ব। সংখ্যাটিতে আছে অনুপ্রাণন নির্বাচিত ২৫ জন কবিকে নিয়ে আলোচনা।

Advertisement

জানা যায়, সাম্প্রতিকের ১০০ জন কবি থেকে ২৫ জন কবির জীবনী, প্রকাশনা, পুরস্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবি রচিত কবিতাসমূহ নিয়ে সামষ্টিক আলোচনা এতে স্থান পেয়েছে। যাদের জন্ম ১৯৬৬-১৯৮৫ সালের মধ্যে।

আরও পড়ুন

আসাদ চৌধুরী স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আসছে মাসুদ পথিকের ‘স্কুল গোয়িং হাঁসের হইচই’

নির্বাচিত সাম্প্রতিকের ১০০ জন কবি থেকে যে ২৫ জন কবিকে নিয়ে লেখা এরই মধ্যে পাওয়া গেছে, প্রাপ্তি অনুক্রমে ওই লেখাসমূহ সাম্প্রতিকের কবি ও কবিতা সংখ্যা প্রথম পর্বে সংকলিত হয়েছে।

Advertisement

চার রঙা প্রচ্ছদসহ এ-ফোর সাইজের ১৭২ পৃষ্ঠার সাদা-কালো সংখ্যাটির মূল্য ২০০ টাকা। পাওয়া যাচ্ছে ঢাকার কাঁটাবন এবং বাংলাবাজারে অনুপ্রাণনের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রে। ঘরে বসে পেতে চাইলে যোগাযোগ করতে পারেন ফোন অথবা ই-মেইলে।

এসইউ/এএসএম