বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী উর্বশী রাউতেলার একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। তিনি স্নানঘরে পোশাক বদলাচ্ছেন এমন ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
Advertisement
উর্বশীর এ ভিডিও কীভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তবে এ নিয়ে নেটিজেনদের একাংশের দাবি, ডিপফেকের মাধ্যমে নাকি এ ভিডিও তৈরি করা হয়েছে। তবে এবার এ ভিডিও প্রসঙ্গে নিজেই মুখ খুললেন উর্বশী।
এ প্রসঙ্গে উর্বশীর ভাষ্য, স্নানঘরের ওই ভিডিওতে তিনিই ছিলেন। তবে দৃশ্যটি তার মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘ঘুসপেঠিয়ে’র। কিন্তু সেই দৃশ্য নেটপাড়ায় কীভাবে ছড়িয়ে পড়েছে, তা উর্বশীর জানা নেই। ফলে এ বিষয় নিয়ে বেশ বিরক্ত তিনি।
আরও পড়ুন:
Advertisement
উর্বশী গণমাধ্যমকে আরও বলেন, ‘যেদিন ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেদিন আমি খুবই বিরক্ত হয়েছিলাম। যদিও এটা আমার ব্যক্তিগত জীবনের কোনো দৃশ্য নয়। ভিডিওটিও আমার ব্যক্তিগত নয়। এ দৃশ্য আমার ‘ঘুসপেঠিয়ে’ সিনেমার।’
‘ব্যক্তিগত এমন ভিডিও ফাঁস হলে তিনি কী করতেন?’ এমন প্রশ্নে উর্বশী বলেন, ‘আমি চাই না, কোনো নারী এমন পরিস্থিতির মুখে পড়ুক।’
উর্বশীর এ ভিডিও ভাইরাল হওয়ার পর তার ম্যানেজারের সঙ্গে ফোনালাপও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে উর্বশীকে বলতে শোনা যায়, ‘ভিডিওটি কি তুমি দেখেছ? আমি বুঝতে পারছি না, এগুলো বাইরে ছড়িয়ে পড়ছে কীভাবে। ওদের সঙ্গে এখনই কথা বলতে হবে।’ জবাবে উর্বশীর ম্যানেজার বলেন, ‘আমি চেষ্টা করছি যাতে ওই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে দ্রুত সরিয়ে ফেলা যায়। এ প্রসঙ্গে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই।’
এমএমএফ/আরএমডি/এএসএম
Advertisement