কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সোমবারের (২৯ জুলাই) মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
Advertisement
মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, গত কয়েক দিনে দেশে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের তালিকা ছক আকারে সফট কপি ই-মেইলে ২৯ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন>>>চলতি সপ্তাহে খুলতে পারে প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধান্ত রোববারতথ্য পাঠানোর ই-মেইল ঠিকানা হলো dd-admin@dshe.gov.bd। ছকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, প্রতিষ্ঠানের ধরন (সরকারি/বেসরকারি), ক্ষয়-ক্ষতির সংক্ষিপ্ত বর্ণনা ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ (টাকায়) পাঠাতে হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই থেকে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১৮ জুলাই তা আরও ভয়াবহ রূপ নেয়। ১৭, ১৮ ও ১৯ জুলাই ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজধানীর তিতুমীর সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।
Advertisement
এএএইচ/এসআইটি/জেআইএম