কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রোববার মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Advertisement
শনিবার (২৭ জুলাই) দিনগত রাতে অনলাইন প্ল্যাটফর্ম ‘গুগল মিটে’ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল হান্নান মাসউদ ও সহ-সমন্বয়ক রিফাত রশীদ এসময় যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা জানিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি না মানলে তারা আবারও ‘বাংলা ব্লকেড’ ও ‘কমপ্লিট শাটডাউনের’ মতো কর্মসূচিতে যাবেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, রোববারের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সব শিক্ষার্থীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন (সোমবার) থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
Advertisement
চলমান কর্মসূচি সম্পর্কে তারা বলেন, সারাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগরকেন্দ্রিক ‘হেলথ ফোর্স’ গঠন করে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং হতাহত ছাত্র-নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ‘লিগ্যাল ফোর্স’ গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের সে ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করছে।
আব্দুল হান্নান মাসউদ বলেন, যত শিক্ষার্থীকে গুম ও গ্রেফতার করা হয়েছে এবং যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। ‘পরিপত্র খেলা’ বন্ধ করে অতি দ্রুত সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে কমিশন গঠন করে সংসদে আইন পাস করতে হবে। মন্ত্রী থেকে পুলিশ কনস্টেবল পর্যন্ত গণহত্যায় জড়িত দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুনকোটা আন্দোলনে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন: ডিবিপ্রধানমেট্রোরেলে তাণ্ডব চালায় বিএনপি-জামায়াত, ক্ষতি পৌনে ৪০০ কোটিতিনি বলেন, আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এরমধ্যে সরকার দাবি পূরণ না করলে সোমবার থেকে বাংলা ব্লকেড ও কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা আর পালিয়ে থাকবো না। আমরা রাজপথে নামবো। প্রয়োজনে আবু সাঈদের মতো গুলি করে হত্যা করা হোক। তারপরও এই দমবন্ধ অবস্থা থেকে পরিত্রাণ পেতে চাই।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও জানান, সারাদেশে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তাদের কাছে ২৬৩ শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে। এ গণনার কার্যক্রম শেষে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
Advertisement
এমএইচএ/এমকেআর/জেআইএম