দেশজুড়ে

মুরগি চুরির অভিযোগে মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় মুরগি চুরির অভিযোগে মা-মেয়েকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার আমড়াগাছী এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই নারী (৪৫) বলেন, ‘আমার মেয়ে (১৪) আমার জন্য ওষুধ আনতে বাজারে যাচ্ছিল। এসময় স্থানীয় আশরাফ নামের একজন ডাক দিয়ে তাকে বাড়ির ভেতর নিয়ে যায়। পরে তারা আমার মেয়েকে মুরগি চুরির অপবাদ দিয়ে মারধর করে। পরে তপু বিশ্বাস নামের এক ইউপি সদস্য এসে তাকে আবার মারধর করে। তারপর আমি গেলে আমাকেও মারধর ও গালিগালাজ করা হয়। পরে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে এর দ্বিগুণ মারধর হবে বলে হুমকি দেন। আমরা হতদরিদ্র মানুষ, আমাদের ওপর এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।’

জানতে চাইলে আমড়াগাছি ইউনিয়নের ইউপি সদস্য তপু বিশ্বাস বলেন, ‘আমি চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে যাই। পরে বিষয়টি মীমাংসা করে দিই। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।’

Advertisement

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সহকারী সার্জন ডা. পার্শা সানজানা বলেন, শুক্রবার (২৬ জুলাই) নির্যাতনের শিকার মা-মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হন। তারা এখনো চিকিৎসাধীন।’

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এমএস

Advertisement