অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীর। আগামী ৩০ জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
Advertisement
গত বুধবার (২৪ জুলাই) তিনি এ দায়িত্ব পান। আগামী ৩০ জুলাই পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনজনের মধ্যে এস এম মুনীর জ্যেষ্ঠ।
Advertisement
এফএইচ/এসএনআর/এএসএম