খেলাধুলা

সব ফরম্যাটে অধিনায়ক হলেন কেন উইলিয়ামসন

অনেকটা প্রত্যাশিতই ছিল যে ব্রেন্ডন ম্যাককালামের সব ফরম্যাট থেকে অবসরের পর কেন উইলিয়ামসনের হাতেই উঠতে যাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ড। অধিনায়ক হওয়ার পরীক্ষাতেও পাস করে গেলেন উইলিয়ামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া কেন উইলিয়ামসনকে আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করলো কিউই ক্রিকেট বোর্ড।ফেব্রুয়ারি মাসে অসিদের বিপক্ষে টেস্ট সিরিজের পর সব রকমের ক্রিকেট থেকে অবসর নেন ম্যাককালাম। তার যোগ্য উত্তরসূরি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বে অপরাজিত রেখে সেমিফাইনালে তোলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। যদিও সেমিতে ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তার থেকে ভালো ক্রিকেট বোঝা মানুষ কিউই দলে নেই। কিউই ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বৃহস্পতিবার জানান, ‘দীর্ঘ সময় ধরে অধিনায়ক থাকার সব গুণাগুণ উইলিয়ামসনের ভেতর রয়েছে। তার দলের সহকর্মীরা তাকে সম্মান করে এবং পুরো ক্রিকেট বিশ্ব মাঠে তার পেশাদারী মনোভাবেরও প্রশংসা করছে। তার ক্রিকেট মস্তিষ্ক অসাধারণ।’ কেন উইলিয়ামসন বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন । যদিও এ মৌসুমে এখনো একটি ম্যাচও খেলা হয়নি তার। এ বছর উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হয়েছেন তিনি। আগস্টে উইলিয়ামসনের নেতৃত্বে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে নিউজিল্যান্ডের। আরআর/আরআইপি

Advertisement