খেলাধুলা

প্রথম ডোপপাপী ইরাকের জুডোকা সাজ্জাদ সেহেন

প্যারিস অলিম্পিক গেমস উদ্বোধনের কিছু সময় আগেই ইরাকের ক্রীড়াদল শুনেছে দুঃসংবাদ। তাদের দলের জুডো খেলোয়াড় সাজ্জাদ সেহেন ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। প্যারিস অলিম্পিক গেমসে এই ইরাকি অ্যাথলেটই হলেন প্রথম ডোপপাপী। ইরাকের এই পুরুষ জুডোকার ডোপ পজিটিভ হওয়ার খবরটি শুক্রবার জানিয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)।

Advertisement

প্যারিসে কয়েকজন ক্রীড়াবিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যাদের মধ্যে ২৮ বছর বয়সী এই জুডো খেলোয়াড়ের টেস্ট পজিটিভ হয়েছে। মঙ্গলবার ৮১ কেজি ওজন শ্রেণিতে তার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল।

শৃঙ্খলামূলক মামলা চলবে সেহেনের বিরুদ্ধে। এ সময় সেহেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আইটিএ বলেছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যান্টি-ডোপিং নীতিমালা অনুসারেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার মানে হলো, এই ক্রীড়াবিদকে খেলায় অংশগ্রহণ, প্রশিক্ষণসহ অলিম্পিক গেমস চলাকালীন কোনো কার্যকলাপে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়েছে।

Advertisement

২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে ৬ হাজার ২০০ জনের নমুন সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ৬ জন ক্রীড়াবিদের টেস্ট পজিটিভ হয়েছিল।

আরআই/এমএইচ/এমএস