সাহিত্য

তাশফীয়া কাফীর কবিতা: অভিশাপ

ধরো তুমি দাউদাউ করা আগুনেসরল দুই পায়ে দাঁড়িয়ে,হাজার কোটি মানুষের আর্তনাদেতুমি একা বটগাছের মতো স্থির।

Advertisement

তুমি শিখার ধোঁয়াকে ভাবলে বর্ষার আকাশকমলা আগুনকে ভাবলে সমুদ্রের ঢেউ,উত্তাপ তোমার কাছে এই পৃথিবীর নির্মল বাতাসমানুষগুলো সূর্যমুখীর মতো!

এত অনিষ্ট হলো যে যাওয়ার পরযে আগুন উত্তাপ কিছুই চিনতো নাসে চিনতো ঢেউ, চিনতো শুধু বর্ষাসে কাঁটা চিনতো না, চিনতো শুধুই ফুল।

তারে তুমি আগুন দেখালে,উত্তাপ চেনালে, শিখার ধোঁয়ায় ওড়ালে।খোদার হাতে তোমার আখিরাত জেনেসে চাইলো দুনিয়ায় যেন জাহান্নাম দেখো।

Advertisement

এসইউ/জিকেএস