আন্তর্জাতিক

কুয়েতে কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স

কুয়েতে গত পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে বিয়ের হার কমেছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি ডিভোর্সও বেড়েছে। দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে।

Advertisement

২০২৩ সালে কুয়েতে ১১ হাজার ১১৬টি বিয়ে নথিভুক্ত হয়। এর মধ্যে ৯ হাজার ২৮০টি বিয়ে হয়েছে কুয়েতি নারী ও পুরুষের মধ্যে।

আরও পড়ুন>

মরক্কোয় তাপপ্রবাহ, একদিনে ২১ জনের মৃত্যু ‘বিভিন্ন দেশের সাইবার তথ্য চুরির চেষ্টা করছে উত্তর কোরিয়া’

তাছাড়া কুয়েতি পুরুষ ও বিদেশি নারীর মধ্যে এক হাজার ৩৬৫টি বিয়ে হয়েছে। অন্যদিকে কুয়েতি নারী ও বিদেশি পুরুষের মধ্যে ৫২১টি বিয়ে হয়েছে

Advertisement

একই বছরে ৫৩৮ পুরুষ দ্বিতীয়, ৫১ জন তৃতীয় ও তিন জনে চতুর্থ বিয়ে করেছেন।

দেশটিতে ডিভোর্সের হারও বেড়েছে। ২০২৩ সালে পাঁচ হাজার ৯৩২টি ডির্ভোস হয়েছে, যা আগের বছরের চেয়ে বেশি।

সবচেয়ে বেশি ডিভোর্স হয় মে মাসে। বিশেষ করে বিশ্ববিদ্যায়ল থেকে পাস করা কুয়েতিদের মধ্যে এই হার বেশি।

সূত্র: গাল্ফ নিউজ

Advertisement

এমএসএম