আন্তর্জাতিক

বিদেশি বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে ইন্দোনেশিয়া

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদি গোল্ডেন ভিসা প্রকল্প চালু করেছে ইন্দোনেশিয়া। এর অধীনে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ভিসা দেবে দেশটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় অর্থনীতির দেশটির প্রধান লক্ষ্য হলো বড় অঙ্কের বিনিয়োগ আনা।

Advertisement

নতুন এই গোল্ডেন ভিসানীতির আওতায় দুই ধরনের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে একটি হলো পাঁচ বছর মেয়াদি ভিসা ও অন্যটি হলো দশ বছর মেয়াদি ভিসা।

আরও পড়ুন>

খনিতে হীরা পেয়ে ভাগ্য বদলে গেলো শ্রমিকের বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দামে পতন

পাঁচ বছরের ভিসা পেতে হলে কোনো ব্যক্তিকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলারের একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে দশ বছরের ভিসা পেতে হলে লাগবে ৫ মিলিয়ন ডলার।

Advertisement

যদি কেউ কোম্পানি খুলতে না চান তাহলে সাড়ে তিন লাখ ডলার বিনিয়োগে মিলবে পাঁচ বছরের ভিসা ও সাত লাখ ডলারে মিলবে ১০ বছরের ভিসা। ইন্দোনেশিয়ার সরকারি বন্ড, পাবলিক কোম্পানির শেয়ার ও ডিপোজিটের মাধ্যমে এই বিনিয়োগ করা যাবে।

এক্ষেত্রে করপোরেট বিনিয়োগকারীদের জন্য রয়েছে ভিন্ন নিয়ম। ডিরেক্টর ও কমিশনারদের জন্য পাঁচ বছরের ভিসা পেতে হলে কোনো কোম্পানিকে ২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে ১০ বছরের ভিসা পেতে হলে লাগবে ৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ।

সূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস

এমএসএম

Advertisement