গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইতালির রোমে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ তথ্য জানিয়েছেন।
Advertisement
বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে তিনি কংগ্রেসে ভাষণ দিয়েছেন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে যান। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
আরও পড়ুন>
কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বারাক ওবামা গাজায় যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুকে চাপ দিলেন কমলাবাইডেন প্রশাসন জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব কমেছে। এদিকে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, গাজার ট্র্যাজিডি ও দুর্ভোগে তিনি নীরব থাকবেন না। সব অংশীদারকে তিনি চুক্তিতে পৌঁছাতে আহ্বানও জানিয়েছেন।
Advertisement
কমলা হ্যারিস বলেছেন, এখনই যুদ্ধ বন্ধের সময়, তবে এমনভাবে এটি বন্ধ করতে হবে যাতে ইসরায়েল নিরাপদে থাকে। তাছাড়া তিনি সব জিম্মিদের মুক্তি, গাজায় ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বন্ধ ও তাদের স্বাধীনতার কথাও উল্লেখ করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রোমে প্রতিনিধি দল পাঠাবেন।
এদিকে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় অব্যাহত হামলায় ৩৯ হাজার ১৭৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
Advertisement
এমএসএম