দেশজুড়ে

নড়াইলে খালের পানিপ্রবাহ বন্ধ করে রাস্তা নির্মাণের অভিযোগ

নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রাম সংলগ্ন ভক্তডাঙ্গা বিলের মধ্যবর্তী সরকারি খুলনা-কালিয়া ওয়াপদা বড় খালের পানিপ্রবাহ বন্ধ করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

Advertisement

খাল বন্ধ করে রাস্তা নির্মাণে ঘেরমালিক শিব বর্মন জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, স্থানীয় কিছু প্রভাবশালীকে ম্যানেজ করে প্রায় এক বছর নিজের সুবিধামতো খালের ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে খালের পানিপ্রবাহ নষ্ট করে চলেছেন ঘেরমালিকের সংঘবদ্ধ দল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার প্রান্তিক চাষিরা। তারা অতিদ্রুত এই রাস্তা অপসারণ পানিপ্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, খালের পানিপ্রবাহ বন্ধ করে রাস্তা নির্মাণের কারণে ফসলি জমিতে পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।

Advertisement

এদিকে সরকারি খালে রাস্তা নির্মাণের ঘটনায় ভুল স্বীকার করেছেন অভিযুক্ত ঘেরমালিক শিব বর্মন। তিনি বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেননি। তবে অভিযোগ আসায় রাস্তাটি কেটে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারও ব্যক্তিস্বার্থে খালে রাস্তা নির্মাণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য অফিসারকে সরেজমিনে গিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

হাফিজুল নিলু/ইএ

Advertisement