দেশজুড়ে

দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে আহত পুলিশ সদস্য

দায়িত্ব পালনের সময় দিনাজপুরে সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ সদস্য। শুক্রবার সকালে বিরামপুরের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

ওই পুলিশ সদস্যের নাম আব্দুর রশিদ। তিনি বিরামপুর থানা পুলিশের জ্যেষ্ঠ উপ-পরিদর্শক। বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাপের কামড়ে আহত আব্দুর রশিদ বলেন, সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর জানতে পারি। সেখানে গিয়ে চেয়ারে বসে আহত ড্রাইভার ও হেলপারের নাম-ঠিকানা লেখার সময় ডান হাতের তালুতে একটি সাপ কামড়ে দেয়। পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। বর্তমানে ভালো আছি।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসনাত ইয়াসমিন বলেন, সাপের কামড়ে আহত হয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রশিদ হাসপাতালে আসেন। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। এখন তিনি ভালো আছেন।

Advertisement

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সকালে দায়িত্ব পালনের সময় সাপের কামড়ে আব্দুর রশিদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মো. মাহাবুর রহমান/জেডএইচ/এমএস