খেলাধুলা

ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে মাত্র ৮১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠতে হলে এখন দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

Advertisement

আজ শুক্রবার ডাম্বুলায় টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। সিদ্ধান্তটি যে ভালো হয়নি তা বাংলাদেশের ব্যাটারদের ভঙ্গুর ব্যাটিং দেখে নিশ্চিত হওয়া গেছে। প্রথম ৬ উইকেটে কোনো জুটিই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

৩৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের সঙ্গে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন ইশমা তানজিম, রুমানা আক্তার, রাবেয়া খান ও রিতা মনি।

শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের প্রতিরোধে মান বাঁচায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৩৬ রানের জুটি গড়েন তারা। ৫১ বলে ৩২ রান করেন নিগার সুলতানা। এবারের এশিয়া কাপে আজই প্রথমবারের মতো আউট হলেন নিগার। রাধা যাদবের বলে দিপ্তি শর্মার হাতে ক্যাচ হন তিনি।

Advertisement

১৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। এতে ৮০ রানে থেমে যায় বাংলাদেশ। ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রেনুকা সিং ও রাধা যাদব।

এমএইচ/এমএস