পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার ক্ষণ ঘনিয়ে আসছে দিনে দিনে। সঙ্গে বাড়ছে সংকটও। এখনো সেই সংকট নিরসনের উপায় খুঁজে পাওয়া যায়নি। কবে নাগাদ সমাধান হবে, সেটিও স্পষ্ট করে বলা যাচ্ছে।
Advertisement
নিরাপত্তা শঙ্কা রয়েছে, এমন অভিযোগে পাকিস্তান গিয়ে খেলতে রাজি নয় ভারত। দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তারা সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই করতে পারবেন না। অন্যদিকে রোহিত শর্মাদের কোনোভাবেই পাকিস্তানে খেলতে যেতে দিতে রাজি হচ্ছে না ভারতীয় সরকার। দুই দেশের মধ্যকার রাজনৈতির উত্তেজনার কারণেই এমন অবস্থান নরেন্দ্র মোদি সরকারের।
ভারতকে যেন পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হয়, সেজন্য আইসিসির দরজায় কড়া নাড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির সভায়ও বিষয়টি তুলে ধরেছে পাকিস্তান। তাতেও কোনো ফল আসেনি।
এবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছে, ২০১১ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার হরভজন সিংকে। তার কাছে জানতে চাওয়া হয়, ভারতীয় দলের পাকিস্তান খেলতে যাওয়া উচিত কিনা। উত্তরে বোর্ডের সঙ্গে সহমত প্রকাশ করেছেন হরভজন।
Advertisement
তিনি বলেন, ‘কেন ভারতীয় দল পাকিস্তানে যাবে? পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পাকিস্তানের পরিস্থিতি এমন যে, প্রায় প্রতিদিনই ঘটনা ঘটে। আমি মনে করি না যে, সেখানে যাওয়া নিরাপদ। বিসিসিআই একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি বিসিসিআই-এর অবস্থানকে সমর্থন করি।’
এদিকে পিসিবি জানিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনি তৈরি করবে পাকিস্তান। সংস্থাটি টুর্নামেন্টের প্রস্তাবনায় জানিয়েছে, ভারতের সবগুলো লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। অঞ্চলটি সীমান্ত থেকে কাছাকাছি হওয়ার কারণে দুই দেশের সমর্থকরাই মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারবে।
এমনটি মাঠের পাশে নতুন পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রকল্প নিয়েছে। যাতে ভারত দলের দূর থেকে স্টেডিয়ামে যেতে না হয়। কারণ, ক্রিকেটাররা যদি অনেক দূর ভ্রমণ করেন, তাহলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।
এমএইচ/এএসএম
Advertisement