বলিউডের সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমার। সময়টা তার একদমই ভাল যাচ্ছে না। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন এই বলি-তারকা। সদ্য মুক্তি পাওয়া তার নতুন ছবি 'সরফিরা'ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এই নিয়ে অক্ষয়ের টানা ৯টি সিনেমা ব্যর্থতার মুখ দেখল। তার হতাশা প্রকাশিত না হলেও সোশ্যাল মিডিয়ার আক্কির ভক্তরা বেজায় হতাশ।
Advertisement
অনেকে অনেক প্রশ্ন তুলছেন। অভিনেতা কি আদৌ ভেবেচিন্তে ছবির চিত্রনাট্য বাছাই করছেন? আগে যেভাবে ছবি বাছাই করতেন তার থেকে কি বর্তমানের প্রক্রিয়াটা আলাদা?
তবে সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং অক্ষয়। তিনি জানান, যথেষ্ট মনোযোগ দিয়েই ছবির চিত্রনাট্য বাছাই করছেন। তবুও দর্শকের ভাবনার সঙ্গে ব্যাটে বলে মিলছে না। তার ভাষায়, ‘করোনার পর সিনেমার ধরনটাই সামগ্রিকভাবে বদলে গেছে। স্বভাবতই ফিল্ম ইন্ডাস্ট্রির মানসিকতাও বদলেছে। করোনার পর দর্শকের স্বাদ বদলেছে। খুঁটিয়ে, খোঁজ খবর নিয়ে বাছাই করা ছবি দেখছেন দর্শক। তাই কোনও ছবি তৈরির আগে আমাদেরও মাথায় থাকে এমন ছবি বানাতে হবে যা একইসঙ্গে দর্শককে বিনোদনও দেবে আবার নিজস্ব স্বাদে-গুণেও স্বতন্ত্র হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ছবি বাছাই করার ক্ষেত্রে আরও সতর্ক থাকি। আরও বেশি করে চিত্রনাট্যে মনোযোগ দিই। মাথায় থাকে এমন ছবিতে অভিনয় করব যার সঙ্গে বর্তমানে সময়ের কিছু না কিছু যোগ থাকে এবং যে ছবি প্রেক্ষাগৃহে বসে দেখার উপযুক্ত মনে করবেন দর্শক। তাই শুধুই বিনোদনে ঠাসা এমন গল্প বাছাই করছি না। বরংসেই বিনোদনের সঙ্গে এমন উপকরণও যেন থাকে আমার ছবিতে যা দর্শকের হৃদয় ছুঁয়ে ফেলবে।’
Advertisement
আগামী ১৫ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অক্ষয়ের নতুন ছবি ‘খেল খেল মেঁ’। ছবিতে অক্ষয়ের পাশাপাশি দেখা যাবে তাপসী পান্নুকে। ১৭ বছর পর এই ছবির সুবাদেই পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার-ফরদিন খানকে। এই জুটির কাজ করা শেষ ছবি ছিল ‘হে বেবি’,যা মপেয়েছিল ২০০৭ সালে। আশা করা যাচ্ছে, এই সিনেমাটি দিয়ে সাফল্যের দেখা পাবেন অক্ষয় কুমার।
এলএ/জেআইএম