আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘোষণা করেছে শ্রীলঙ্কা

নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং ব্যাপক অস্থিরতার পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দেশটির নির্বাচন কমিশন শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এই দ্বীপের রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৫ আগস্ট প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করা হবে।

দেশটিতে এখনও অর্থনীতি পুনরুদ্ধার এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এর মধ্যেই নির্বাচনের সময় ঘোষণা হলো। অর্থাৎ নির্বাচনে যেসব প্রার্থী অংশ নেবেন তারাও খুব বেশি সময় হাতে পাচ্ছেন না। দেশটিতে ১ কোটি ৭০ লাখ মানুষের বয়স ১৮ বছর বা তার বেশি। অর্থাৎ তারা ভোটে অংশ নিতে পারবেন।

এদিকে চীন ও অন্যান্য দাতাদের সঙ্গে প্রায় ১০ বিলিয়ন ডলারের ঋণ পুনর্গঠনের চুক্তি করেছে শ্রীলঙ্কা। দীর্ঘ ১৫ মাস ধরে আলোচনার পর এই চুক্তি করতে সক্ষম হয়েছে দেশটি।

Advertisement

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঋণ পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু করে শ্রীলঙ্কা। তখন দ্বীপ রাষ্ট্রটির রিজার্ভ কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় এবং প্রথমবারের মতো ঋণ খেলাপি হয়।

এ বিষয়ে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে জানিয়েছেন, চুক্তি থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাবে শ্রীলঙ্কা। কারণ পেমেন্টের তারিখ আরও আট বছর বাড়িয়ে ২০৪৩ সাল করা হয়েছে। তাছাড়া সুদের হারও অ্যাডজাস্ট করে ২ দশমিক ১ শতাংশ বা তারও কম করা হয়েছে।

সংসদে দেওয়া এক ভাষণে তিনি জানান, ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ পুনর্গঠনের জন্য বন্ডহোল্ডারদের সঙ্গেও আলোচনা চলছে এবং তা দ্রুতই সমাধান হবে। শ্রীলঙ্কার মোট বিদেশি ঋণের পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার। যখন সম্পূর্ণ ঋণ পুনর্গঠন হবে তখন দেশটির ঋণের বোঝা কমবে প্রায় ১৭ বিলিয়ন ডলার।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ। গত বছর এই হার ছিল দুই দশমিক ৩ শতাংশ।

Advertisement

টিটিএন