আন্তর্জাতিক

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার পর্যটন শহর

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে কানাডার পর্যটন শহর জ্যাসপারে। আগুনে পুড়ছে সেখানের ভবনগুলো। বৃহস্পতিবার (২৫ জুলাই) সেখান থেকে অন্তত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

Advertisement

কর্মকর্তারা জানিয়েছেন, জ্যাসপার ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

মূলত কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টায় শত শত দাবানল ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন>

Advertisement

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে চীন-রাশিয়ার সামরিক মহড়া ১৪ লাখ লিটার তেল নিয়ে সাগরে ডুবে গেলো ট্যাংকার

আলবার্টার প্রায় এক হাজার নয়শ ফায়ার ফাইটার্স মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আলাস্কা ও অস্ট্রেলিয়ার কর্মীরাও।

জানা গেছে, ব্রিটিশ কলাম্বিয়ায় অন্তত চারশ ও প্রতিবেশী আলবার্টা প্রদেশের ১৭৬ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে।

গত সপ্তাহে জ্যাসপারে প্রথম আগুন ছড়িয়ে পড়ে। শহরের মেয়র রিচার্ড আয়ারল্যান্ড এ তথ্য জানিয়েছেন, যা এখন ভয়াবহ আকার ধারণ করেছে।

জ্যাসপার ন্যাশনাল পার্ক এক এক্স বার্তায় জানিয়েছে, এলাকায় বাতাসের মান খারাপ হয়েছে। এটি কানাডিয়ান রকিজের বৃহত্তম পার্ক।

Advertisement

সূত্র: বিবিসি

এমএসএম