আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ জুলাই ২০২৪

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ জুলাই ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

বাংলাদেশে সহিংসতার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত: জাতিসংঘ

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার (২৪ জুলাই) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে চীন-রাশিয়ার সামরিক মহড়া

Advertisement

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের কাছে বেরিং সাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন।

১৪ লাখ লিটার তেল নিয়ে সাগরে ডুবে গেলো ট্যাংকার

১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সাগরে ডুবে গেছে ফিলিপাইনের পতাকাবাহী একটি ট্যাংকার। বৃহস্পতিবার (২৫ জুলাই) ম্যানিলা উপকূলে ডুবে যায় ট্যাংকারটি। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ট্যাংকারের তেল সাগরে ছড়িয়ে পড়া আটকাতে প্রাণান্ত চেষ্টা করছে।

খনিতে হীরা পেয়ে ভাগ্য বদলে গেলো শ্রমিকের

Advertisement

ভারতের মধ্যপ্রদেশের একটি খনিতে বড় আকারের হীরা পেয়ে ভাগ্য বদলে গেলো এক শ্রমিকের। ১৯ দশমিক ২২ ক্যারেটের হীরাটি সরকারি নিলামে ৮০ কোটি রুপিতে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, খুশি মৎস্যজীবীরা

পশ্চিমবঙ্গজুড়ে কোথাও থেমে থেমে, কোথাও আবার ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মৌসুমে রাজ্যটিতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত কয়েক বছর এই সময় পশ্চিমবঙ্গে সেভাবে ইলিশের দেখা না মিললেও এবার যেন সুদিন ফিরেছে। দীঘার মৎস্যজীবীদের জালে কয়েকদিনে ধরা পড়েছে প্রায় সাত টন ইলিশ।

৫৫ বছর পর তলিয়ে যাওয়া জাহাজের খোঁজ মিললো

ভয়াবহ দুর্যোগেরকবলে পড়ে তলিয়ে যাওয়ার ৫৫ বছর পর একটি জাহাজের খোঁজ পেয়েছে অস্ট্রেলিয়া। ওই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছিলেন।

লড়াইয়ে থাকার ঘোষণা দিয়েও হঠাৎ কেন সরে দাঁড়ালেন বাইডেন?

নিজের দল ও দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতৃত্বের ভার তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে বলেও জানিয়েছেন তিনি।

আপসানা বেগমসহ লেবার পার্টির ৭ এমপিকে বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমসহ লেবার পার্টির ৭ এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেলও এই তালিকায় রয়েছেন। ব্রিটেনের পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাদের বহিষ্কার করেছেন হুইপ।

কমলাকে ‘উগ্র বামপন্থি উন্মাদ’ বললেন ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘উগ্র বামপন্থি ‘উন্মাদ’ বলেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২১ জুলাই) উত্তর ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচারসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।

মৌরিতানিয়ায় নৌকাডুবে ১৫ জনের মৃত্যু

উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩০০ জন যাত্রী ছিলেন। আন্তর্জাতিক অভিবাসী বিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

এমএসএম/এমএস