ভারতের মধ্যপ্রদেশের একটি খনিতে বড় আকারের হীরা পেয়ে ভাগ্য বদলে গেলো এক শ্রমিকের। ১৯ দশমিক ২২ ক্যারেটের হীরাটি সরকারি নিলামে ৮০ কোটি রুপিতে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
খনিতে হীরা পাওয়া ওই শ্রমিকের নাম রাজু গাউন্ড। গত দশ বছর ধরে পান্না সিটিতে হীরার জন্য খনিতে খনন করে আসছিলেন তিনি।
হীরার রিজার্ভের ক্ষেত্রে ভারতের পান্না সিটি বিখ্যাত। সেখানে রয়েছে বহু হীরার খনি। সরকারের কাছ থেকে খনি লিজ নিয়ে খনন করে থাকেন অনেকে।
আরও পড়ুন>
Advertisement
ফেডারেল সরকারের ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট করপোরেশন পান্নাতে একটি খনির প্রকল্প পরিচালনা করছে।
তাছাড়া সংস্থাটি ব্যক্তি, পরিবার ও সমবায় গোষ্ঠীর কাছেও অগভীর খনিগুলোকে লিজ দিয়ে থাকে।
সেখানের ডায়মন্ড অফিসের কর্মকর্তা অনুপম সিং বলেন, ২০০ থেকে ২৫০ রুপিতেও একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব খনির লিজ দেওয়া হয়।
যদি কেউ হীরা পায় তারা সেটি সরকারি অফিসে নিয়ে আসে। এরপর সেটির মূল্য নির্ধারণ করা হয়।
Advertisement
২০১৮ সালে বুন্দেলখণ্ডের একজন শ্রমিক পান্নার একটি খনিতে দেড় কোটি রুপি মূল্যের একটি হীরা পায়। তবে এ ধরনের হিরা সচরাচর পাওয়া যায় না।
সূত্র: বিবিসি
এমএসএম