মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশটির পররাষ্ট্র সচিব ফাতিমা ইনায়ার সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (২৩ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
Advertisement
দ্বিপাক্ষিক এ বৈঠকে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ এবং ইমিগ্রেশনের সাম্প্রতিক অভিযানে যারা ভিসা থাকা সত্ত্বেও গ্রেফতার হয়েছেন, তারা যেন হয়রানি না হয় সে বিষয়ে কাজ করার অনুরোধ করেছেন বাংলাদেশ হাইকমিশনার।
এছাড়াও বৈঠকে দুই দেশের ব্যবসা, পর্যটন, বন্দি বিনিময় চুক্তি, কাস্টমস সহযোগিতা চুক্তি ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি শিপিং চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়; যেন উভয়পক্ষ ঐকমত্য পোষণ করে। এ সময় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ছাড়া মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
এমআরএম/এমএস