হেসে-খেলে ঘুরে-ফিরে সোনামণির দল,খেলাধুলার মাঝে তারা বাড়ায় মনোবল।
Advertisement
মাঝে মাঝে করে কত নানা রকম খেলা,অলস শিশু নয় তারা নেই কাজে হেলা।
হাসিখুশি বড় উদাসী তারা বড়ই চঞ্চল, হেসে-খেলে ঘুরে-ফিরে সোনামণির দল।
দেখতে লাগে বড্ড ভালো তাদের নাচানাচি,মাঝে মাঝে খেলে তারা খেলে কানামাছি।
Advertisement
কঠিন বলে নেই তো কিছু সবই ভাবে জল,হেসে-খেলে ঘুরে-ফিরে সোনামণির দল।
বন্ধু-বান্ধব মিলেমিশে বাঁধে বন্ধু জোট,মাঝে মাঝে খেলে তারা খেলে গোল্লাছুট।
আমরা সবে দেখিনি তাদের থাকতে খুশিহীন,হাসি-খুশি কাটে খেলায় কাটে সারাদিন।
এসইউ/
Advertisement