কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
Advertisement
বুধবার (২৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে ২৪জুলাই পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন>
Advertisement
এদিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত রয়েছে। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবেনা বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী।
এএএইচ/এসআইটি/এএসএম