বর্তমানে বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান বাংলাদেশের পাসপোর্টধারীরা। তবে এসব দেশের মধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য বা উত্তর আমেরিকার কোনো দেশ নেই। বাংলাদেশিদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়া দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
Advertisement
কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে নিয়মিতভাবে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স।
সংস্থাটির সবশেষ তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বর্তমানে বিশ্বের ৪০টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে এই সুবিধা দিচ্ছে কেবল নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
আরও পড়ুন>>
Advertisement
বাংলাদেশকে ভিসা ফ্রি বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া দেশ ও অঞ্চলগুলো হলো-
বাহামাসবার্বাডোজভুটানবলিভিয়াব্রিটিশ ভার্জিন আইল্যান্ডবুরুন্ডিকম্বোডিয়াকেপ ভার্দে আইল্যান্ডকমোরো আইল্যান্ডকুক আইল্যান্ডজিবৌতিডমিনিকাফিজিগ্রেনাডাগিনি-বিসাউহাইতিজ্যামাইকাকেনিয়াকিরিবাতিমাদাগাস্কারমালদ্বীপমৌরিতানিয়ামাইক্রোনেশিয়ামন্টসেরাটমোজাম্বিকনেপালনিউইরুয়ান্ডাসামোয়াসিশেলসসিয়েরা লিওনসোমালিয়াশ্রীলঙ্কাসেন্ট কিটস অ্যান্ড নেভিসসেন্ট ভিন্টসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইনসদ্য গাম্বিয়াতিমুর-লেস্তেত্রিনিদাদ অ্যান্ড টোবাগোটুভালুভানুয়াতু
কেএএ/
Advertisement