জাতীয়

নাশকতায় জড়িতদের ভিডিও দেখে গ্রেফতার: বিপ্লব সরকার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা নাশকতা ও সহিংসতায় জড়িত তাদের ভিডিও ধরে ধরে (দেখে) গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

Advertisement

তিনি বলেন, ‘একজন নিরপরাধ লোকও যেন জেলে না ঢোকে এজন্য আমরা বিশ্লেষণ করছি। যারা প্রকৃত সন্ত্রাসী তাদের গ্রেফতার করা হচ্ছে।’

বুধবার (২৪ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘ঢাকা মহানগরীতে কয়েকদিনের যে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, যেভাবে থানাসহ অন্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে- এটি কোনোভাবে ছাত্রদের আন্দোলন হতে পারে না। এটি নিশ্চিত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রদের আন্দোলনে মিশে ছাত্র আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। এই নাশকতা, অগ্নিসন্ত্রাসের সঙ্গে সাধারণ ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য ছাত্ররা কোনোভাবে জড়িত নয়।’

Advertisement

তিনি বলেন, ‘২০১৩ থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত যারা বিভিন্ন সময়ে অগ্নিসন্ত্রাস করেছে, বাস পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে, বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে, মদত দিয়েছে, বিনিয়োগ করেছে, নির্দেশ দিয়েছে- তাদের বিষয়ে অনেক তথ্য পেয়েছি, আরও পাচ্ছি। যেসব জায়গায় আক্রমণ হয়েছে সব ফুটেজ আমরা পাচ্ছি, অসংখ্য ওপেন সোর্স থেকে ভিডিও পাচ্ছি।’

আরও পড়ুন

ইন্টারনেট বন্ধের মধ্যে যা যা হলো দ্রুত কারফিউ তুলে দিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘সাধারণ মানুষ ভিডিও করে রেখেছে, সেগুলো আমাদের দিচ্ছে। আমরা সব তথ্য বিশ্লেষণ করছি। কারা এসব ঘটনার মাস্টারমাইন্ড, তাদের গ্রেফতার করতে চিরুনি অভিযান চলমান।’

বিপ্লব কুমার সরকার আরও বলেন, ‘আমাদের তিনজন পুলিশ সদস্য আত্মাহুতি দিয়েছেন, তাদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কাজেই পুলিশ সদস্যদের যারা হত্যা করেছে, পুলিশের ইউনিফর্মে যারা আঘাত করেছে তাদের একজনকেও ছাড়া হবে না। পুলিশের ইউনিফর্মে আঘাত মানে আইজিপি স্যারের গায়ে আঘাত, আমার কমিশনার স্যারের গায়ে আঘাত। কাজেই এ আঘাত যারা করেছে তাদের একজনকেও ছাড়া হবে না।’

Advertisement

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে স্তরের নেতা হোক না কেন, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, বিনিয়োগকারী কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যেখানে থাকুক সেখান থেকে ধরে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করতে আমরা বদ্ধপরিকর।’

টিটি/কেএসআর/এএসএম