ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স খাতে প্রতিদিন প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ হিসাবে গত পাঁচদিনে এ খাতে ক্ষতি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ইন্টারনেট সেবা স্বাভাবিক না থাকায় ই-কমার্সের সঙ্গে এফ-কমার্স ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা।
Advertisement
গত বুধবার (১৭ জুলাই) থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ ও পরদিন বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এরপর গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) থেকে সীমিত পরিসরে ব্রডব্যন্ড ইন্টারনেট চালু করে সরকার।
অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ইকুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল বুধবার (২৪ জুলাই) জাগো নিউজকে বলেন, ‘আন্দোলনের এ কয়দিন আমাদের পরিসেবা বন্ধ ছিল। ইন্টারনেট যতদিন বন্ধ ছিল ই-কমার্স ও এফ-কমার্সের কার্যক্রমও বন্ধ ছিল। এখনো প্রায় ৯০ শতাংশ এলাকায় ইন্টারনেট নেই। ডিপ্লোম্যাটিক জোনসহ বেশ কিছু এলাকায় ইন্টারনেট আছেঅ সেখানেও ইন্টারেনেটের গতি ধীর। আমার ধারণা, ই-কমার্সে গতি বা মোমেন্টাম আসতে আরও ১৫ থেকে ২০ দিন লাগবে। এফ-কমার্স ডাউন, কেননা ফেসবুক তো পুরোপুরি নেই। ই-কমার্সের পাশাপাশি এফ-কমার্সেও স্থবিরতা আছে। বেশিরভাগ অর্ডার আসে ফেসবুক থেকে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। পেন্ডিং পার্সেলগুলো পাঠানো শুরু করেছি। ই-কমারর্সে প্রতিদিন ৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। সে হিসাবে গত পাঁচদিনে আমাদের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। একইভাবে ইন্টারনেট না থাকায় বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠানগুলো।
Advertisement
এসএম/কেএসআর/এএসএম