অর্থনীতি

শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের

শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

Advertisement

বুধবার (২৪ জুলাই) ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআই এক বিবৃবিতে এ দাবি জানায়।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের দাবি জানাই। একই সঙ্গে বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হাওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এই চার্জসমূহ আরোপ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন:

Advertisement

নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করবো: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব ব্যাংকে উপচেপড়া ভিড়, জমার চেয়ে উত্তোলন বেশি ঋণ-ক্রেডিট কার্ডের বিলম্ব পরিশোধে অতিরিক্ত চার্জ নয়:

দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধে কারফিউ চলাকালে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এসময়ে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। যেসব গ্রাহক তাদের ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধের সময় ধার্য ছিল তা নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারেননি তাদের বাড়তি ফি বা চার্জ দিতে হবে না।

নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধ করতে না পারায় অতিরিক্ত সুদ আরোপ করবে না ব্যাংকগুলো। মঙ্গলবার (২৩ জুলাই) ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বিদেশি খাতের স্টান্ডার্ড চার্ডার্ড ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

ইএআর/এসএনআর/এএসএম

Advertisement