জাতীয়

পদ্মাসেতু প্রকল্পের ১৬ গাড়ি পুড়ে ছাই

কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে দুর্বৃত্তদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় হওয়া মামলার এজাহার ও নথিপত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

Advertisement

পদ্মাসেতু প্রকল্পের ১৬টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে সেতুর প্রয়োজনীয় নথি ও ফাইল অক্ষত আছে। কারণ এই ঘটনার আগেই নথি শরীতপুর জাজিরা উপজেলায় সেতু এলাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন দেশজুড়ে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৬৩০

বুধবার (২৪ জুলাই) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম জাগোনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রকল্পের পরিচালক বলেন, নথিপত্রের কোন সমস্যা হয়নি। কারণ জাজিরা এলাকায় প্রকল্পের সব নথি ও ডকুমেন্ট আগেই পাঠানো হয়েছে।

Advertisement

এমওএস/এসআইটি/জিকেএস