কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে টানা তিনদিনের সাধারণ ছুটির পর আজ চালু হলো সরকারি-বেসরকারি সব অফিস। ফলে সড়কে দেখা গেছে, অফিসগামী মানুষের ভিড়, যদিও গণপরিবহনের সংকট রয়েছে সকাল থেকে। এদিকে, গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছাড়তে দেখা গেছে সকাল থেকেই। তবে স্বল্পপরিসরে চলাচল করছে এসব বাস।
Advertisement
বুধবার (২৪ জুলাই) সকালে কয়েকজন কাউন্টার মাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্বল্পপরিসরে দূরপাল্লার বাস চলাচল।
আরও পড়ুন:সড়কে যানজট, গণপরিবহন সংকটে নাজেহাল সাধারণ মানুষস্বস্তি ফিরছে জনমনেমোবাইল ইন্টারনেট ও ফেসবুক চালু নিয়ে যা জানা গেলোঢাকা-বরিশালগামী দিগন্ত পরিবহনের কাউন্টার মাস্টার রাশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, কারফিউ শিথিল করার পর গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সব পরিবহনের কয়েকটি করে বাস চলাচল করছে। যেমন, আমাদের যদি ১০টা গাড়ি থাকে তবে আমরা একটা গাড়ি ছাড়ছি।’
তবে অন্যান্য দিনের তুলনায় গাবতলীতে যাত্রীর সংখ্যা কম আজ। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Advertisement
শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার রাজিব বলেন, স্বল্প পরিসরে বাস চলাচল করছে। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে বলে আশা করছি।’
এমওএস/এসএনআর/জেআইএম